24 C
আবহাওয়া
৬:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে গৃহবধূকে কুপিয়ে জখম

রাঙ্গামাটিতে গৃহবধূকে কুপিয়ে জখম

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিএনএ রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাগাবালিয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় এক যুবক। রোববার (১৮ এপ্রিল) রাতে ইউনিয়নের ডাকবাংলো আগাপাড়ায়ে এ ঘটনা ঘটে।

বাঙ্গাগাবালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, স্থানীয় যুবক থুইমং মারমা ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।

সে সময় তার চিৎকারে ধর্ষণকারী গৃহবধূর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে গৃহবধূর মাথা, গলা, হাতে, পায়ে মারাত্মক জখমের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অভিযুক্ত থুইমং মারমা একই এলাকার রেগগা মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত থুইমং মারমাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ