
বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর জিইসি মোড়স্থ কপার চিমনি রেস্টুরেন্টে বুধবার (১৯ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম মহাসচিব মো. ফিরোজ আলম সুমন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বিপু, কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সোলায়মান, সাধারণ সম্পাদক মনজুরুল হক।
ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন নওশাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুল হোসেন খোকা, রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা ও পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক জাকির হোসেন, উপদেষ্টা মো. আরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর মনসুর।

দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম সম্পাদক মো. রেজাউল করিম। এ ছাড়া ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগর কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বিএনএনিউজ/ বাবর মুনাফ