বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই থেকে হত্যা, অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার আব্দুল হান্নানকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হান্নান ফেনীর সদর থানার ফাজিলপুর এলাকার আব্দুল হাই প্রকাশ জাহাঙ্গীরের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, সংঘবদ্ধ অপরাধচক্রের মূলহোতা আব্দুল হান্নান মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ২টায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে তার হেফাজত থেকে নগদ ১১ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লিটনের বিরুদ্ধে ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদকসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী