বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সদরের বুড়ি পুকুর পাড়ে দুই ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) এজাহার নামীয় দুই পলাতক আসামী মো. ফোরকান (৩০) ও মো. এমরানকে (২৩) গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।
তিনি জানান, কিছুদিন আগে মামলার বাদী মো. ইকবাল হোসেনের সাথে দিন মজুরির কাজের দেনা পাওনা নিয়ে আসামী ফোরকানের ঝগড়া হয়। এর জের ধরে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাদীর দুই ভাই মো. আফসার হোসেন (৩২) এবং মো. আমজাদ হোসেনকে (২৮) পৌর সদরের বুড়ি পুকুরপাড় এলাকায় আসামী ফোরকানের নেতৃত্বে ১০/১২ জনে মিলে মারধর করে পালিয়ে যায়। এতে আহত দুই ভাই প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মো. ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী