21 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা


বিএনএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নেতা জাহিদ হাসান ঝলককে(২৮) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জসিম উদ্দিন আরও বলেন, গত কয়েক দিন পূর্বে ঝলকের সাথে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েক জন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ