20 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এবারও প্রাণহীন দুই বাংলার বারুনী উৎসব

এবারও প্রাণহীন দুই বাংলার বারুনী উৎসব

প্রাণহীন দুই বাংলার বারুনী উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়ছড়ির রামগড়-সাব্রুম সীমান্তবর্তী ফেনী নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসবে এবারও ভাটা পড়েছে। এ উৎসবকে ঘিরে বিগত কয়েক দশকে দুই দেশের লাখো মানুষের মিলনমেলা হলেও ২০১৭ সালে রোহিঙ্গা ইস্যু এবং পরবর্তীতে করোনা পরিস্থিতির কারনে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সর্বোচ্চ সর্তকতা জারি করে সীমান্তে।

একই সাথে বাংলাদেশের পক্ষে বিজিবিও সর্তকতামুলক নিরাপত্তা জোরদার করে। এতে করে গত কয়েক বছর ধরে বারুনি স্নান উৎসব প্রানহীন হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে নদীর মাঝখানে সীমারেখার ফিতা টেনে দিয়েছে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী। পুণ্য লাভের আশায় দুই বাংলার মানুষ নিজ নিজ সীমারেখার মাধ্যে স্নান করছে। শত বছর থেকে চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতিবছর এই দিনে ফেনী নদীতে বারুণী স্নানে মিলিত হন দুই দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা পূর্ব পুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করে এখানে। দুই বাংলার মানুষ চায় অতীতের মত আবারো মুক্তভাবে চালু হোক এ উৎসব।

বিএনএনিউজ,আনোয়ার হোসেন লিখন, জিএন

Loading


শিরোনাম বিএনএ