21 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মাদারীপুরে এমাদ বাসের ভয়াবহ দুর্ঘটনা তদন্তে কমিটি

মাদারীপুরে এমাদ বাসের ভয়াবহ দুর্ঘটনা তদন্তে কমিটি

দেশে মার্চে সড়ক দুর্ঘটনায় ৪১৫ জন নিহত

বিএনএ: মাদারীপুরে এমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে। আগামী ২ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকালে শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ১৯ জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে খুলনা থেকে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ