19 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে মিক্স ডাবলে বাংলাদেশের স্বর্ণ জয়

বিএনএ: এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়ে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি।

রোববার (১৯ মার্চ) চাইনিজ থাইপেতে অনুষ্ঠিত মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে হারায় কাজাখস্তানকে। প্রতিপক্ষ ছিলো-ইলফাত আব্দুলাইন ও আলিনা ইলিয়াসোবা।

শুরুটা অবশ্য এই জুটির ভালো হয়নি। প্রথম সেটে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যান তারা। কিন্তু পরের দুই সেট ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জিতে নেয়ার পর ফাইনাল সেট ড্র করেন ৩৯-৩৯ পয়েন্টে।

হাকিম পরে ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন। ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে কাজাখাস্তানের ইলগাত আবদুলিনকে ৬-৪ সেটে হারিয়েছেন তিনি।

ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার সুযোগ ছিল দিয়ারও। কিন্তু তিনি মালোয়েশিয়ার মাশিয়াখ সাইকিরার কাছে ৬-৪ পয়েন্টে হেরে যান।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ