বিএনএ: চিনির শুল্ক ছাড় দেয়ায় কেজিতে ৪ টাকার মতো ছাড় পাওয়া যাবে। এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করা হয়েছে। তারা একমত হয়েছেন। আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।
রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সেে ৬ষ্ঠ সভা’ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, চিনির যে শুল্ক ছাড় দেয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে। আমরা আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে।
বিএনএনিউজ/এ আর
Total Viewed and Shared : 19