35 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - জুন ৪, ২০২৩
Bnanews24.com
Home » মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

বিএনএ বিশ্বডেস্ক : চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জবাবে মালয়েশিয়ার সঙ্গে আকস্মিভাবে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।শুক্রবার(১৯ মার্চ )পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটাকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যায়িত করে উত্তর কোরিয়া বলছে, মার্কিন চাপে অন্ধ আনুগত্যের বশবর্তী হয়ে মালয়েশিয়া এমন কাজ করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়েছে, তিনি সিঙ্গাপুরে বৈধভাবেই ব্যবসা করছিলেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বছর চারেক আগে কুয়ালামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে দুদেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অল্প কয়েকটি মিত্র দেশের মধ্যে একটি ছিল মালয়েশিয়া।কুয়ালালামপুরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় নিষিদ্ধ নার্ভ এজেন্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। পরে মালয়েশিয়া পিয়ংইংয়ে নিজেদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিলে তা পূর্বাবস্থায় ফিরে এসেছিল।

বিএনএ/ওজি 

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ