স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে অলিম্পিয়াকোসের কাছে ১-০ গোলে হার মেনেছে আর্সেনাল। তবে প্রথম লেগে ৩-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে (৩-১) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গার্নার্সরা।
প্রথমার্ধে অবশ্য জালের নাগাল পায়নি কোনো দল। বিরতির পর পরই লিড নেয় অলিম্পিয়াকোস। এ সময় ইউসেফ এল আরাবি গোল করেন। তাতে আরো একটি অঘটনের আশা জাগায় গ্রিসের ক্লাবটি। গেল মৌসুমে আর্সেনালের ঘরের মাঠে তাদের হারিয়ে শেষ ৩২ থেকে বিদায় করে দিয়েছিল অলিম্পিয়াকোস।
কিন্তু এবার আর সেটা করতে পারেনি। এল আরাবির পর আর কোনো গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে আর্সেনালও বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেও পায়নি জালের নাগাল। তাতে ১-০ গোলে হেরেও শেষ আটের টিকিট পায় ইংলিশ ক্লাবটি।
আজ উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে আর্সেনাল।
বিএনএনিউজ২৪/এমএইচ