স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে বাকি মাত্র কয়েক ঘণ্টার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে পাকিস্তানের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। এতটুকু ছাড় দিতে প্রস্তুত নন মিচেল স্যান্টনাররাও। হাড্ডাহাড্ডি লড়াইটি শুরু হবে বিকাল ৩টায়।
পরিসংখ্যানে অবশ্য পাকিস্তান এগিয়ে। ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচের ছয়টিতে জিতেছে পাকিস্তান, পাঁচটিতে নিউজিল্যান্ড। তবে শেষ চার ম্যাচের হিসেবে কিউইরা অনেক এগিয়ে। চারটির তিনটিতেই শেষ হাসি হেসেছেন ব্লাক ক্যাপসরা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সালমান আগা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আব্রার আহমেদ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র/উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রোর্ক।
বিএনএ,এসজিএন