30 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে চক্ষু হাসপাতালকে জরিমানা

রাঙামাটিতে চক্ষু হাসপাতালকে জরিমানা


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরের এক চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসক দ্বারা সেবাগ্রহীতাদের চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেন।

জানা যায়, এক অপটিমিস্ট দ্বারা অনেকদিন ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছেন রাঙামাটি চক্ষু হাসপাতাল। তিনি সেবাগ্রহীতাদের ব্যবস্থাপত্রও লিখছেন। যদিও তার কাজ হল চশমার পাওয়ার নির্ধারণ করা। যাকে একজন ভুয়া ডাক্তার বলা যায়। পরে এক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

এ বিষয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান বলেন, বিকালে একজন অপটিমিস্ট দ্বারা চিকিৎসা দেওয়ায় রাঙামাটি চক্ষু হাসপাতালকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন কাজ যেন না করে সেজন্য সর্তক করা হয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ