24 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে গ্যাস নেয়ার সময় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

ফেনীতে গ্যাস নেয়ার সময় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু


বিএনএ,ফেনী:ফেনীর দেবীপুরে সিএনজি ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস নেওয়ার সময়  সিলিন্ডার বিস্ফোরণে সাইদুল ইসলাম রনি ( ৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছেন অটোরিকশারচালক আহত জাহিদ আলম নামের আরো একজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাইম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সাইদুল ইসলাম রনি ছাগলনাইয়ার দক্ষিণ আঁধার মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন তিনি। এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত অটোরিকশারচালক আহত জাহিদ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। আমাদের ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনাকবলিত সিএনজিটিও (অটোরিকশা) নতুন। এটি এখনও অন টেস্ট। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।’

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন রনির লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিএনএ/নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ