বিএনএ,স্পোর্টসডেস্ক : পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। সম্প্রতি লিগ ওয়ানে পিএসজি নিজেদের শেষ ম্যাচে হারে মোনাকোর কাছে।সেই থেকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার জেরে গুঞ্জন উঠেছে, নেইমারকে রাখতে আগ্রহী নয় ক্লাব কর্তৃপক্ষ।
বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইতিমধ্যে নেইমারের মূল্যও নির্ধারণ করে ফেলেছে ক্লাবটি। যার পরিমাণটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৪ কোটি টাকারও বেশি।
এদিকে নেইমারের দলবদলের গুঞ্জনে নড়েচড়ে বসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব- চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
এর মধ্যেই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্যারিসে এক বৈঠকে বসে চেলসি ও পিএসজি কতৃপক্ষ। গ্রীষ্মকালীন দলবদলে চেলসির মূল লক্ষ্য নেইমারকে দলে ভেড়ানো।
২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ায় ক্লাবটি।। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে ১৭২টি ম্যাচে ১১৭টি গোল ও ৭৬টি অ্যাসিস্ট করেছেন এই ৩১ বছর সুপারস্টার।
বিএনএ/এমএম