22 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রাণ

আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রাণ

খাগড়াছড়িতে আমের মুকুলের ঘ্রাণে মাতোয়ারা কৃষক

বিএনএ, খাগড়াছড়ি: বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে পাগল করে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। খাগড়াছড়িতে বর্তমানে আম চাষ হচ্ছে সকল উপজেলায়।আমের  ফুলে ছেয়ে গেছে পুরো খাগড়াছড়ি।

তাইতো কবি বলেছেন, আয় ছেলেরা আয় মেয়েরা/ ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে/ মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে/ আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে/ রঙিন করি মুখ…।’

জানা যায়, মুকুল আসার পর থেকেই কৃষকরা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন।   রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা। আবহাওয়া অনুকুলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মুকুল আসা শুরু করলে বাগানে বসবাস করা হপার বা ফুদকী পোকা যারা মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালাইনাশক  স্প্রে করতে হয়।

আগামী কয়েক দিন পর মুকুল পরিণত হবে গুটিতে। ওই সময়ে বোঝা যাবে এ বছর আমের ফলন কেমন হবে। তার আগেই আমচাষিরা গাছের যত্ন নিচ্ছেন। কেউ সেচের ব্যবস্থা করছেন। কেউবা কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের পর সেভাবে পরিচর্যা করছেন। জেলার গুইমারা, রামগড়, মানিকছড়ি, দিঘীনালা, পানছড়ি, মহালছড়ি ও লক্ষীছড়িতে এবার প্রচুর মুকুল এসেছে। এক সময় এ জেলায় দেশীয় প্রজাতির আমের চাষ হলেও এখন উন্নত জাতের আম গাছের চারা সংগ্রহ করে চাষ করা হচ্ছে। এখানে ফজলি, লখনা, গোপালভোগ, আম্রপালী, হিমসাগর, দুধসর ইত্যাদি আম চাষ করা হচ্ছে।

বিএনএ/  আনোয়ার হোসেন,  বিএম

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট