কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ জালিয়ার দ্বীপ মোহনায় অভিযান চালিয়ে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। পলিথিনে মোড়ানো জব্দকৃত ক্রিস্টাল মেথের বাজারমূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির-২ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সংবাদে শনিবার দিবাগত রাতে টেকনাফের জালিয়ার দ্বীপ মোহনায় অভিযান চালানো হয়। ভোর ৫টার দিকে টেকনাফ দমদমিয়া হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা ১ কেজি ৩৫৩ গ্রাম আইস জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ