25 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আমার দু’ভাইকে হত্যার জন্য দায়ি ইসরায়েলি বাহিনীর বিচার চাই-ডাক্তার রুয়া

আমার দু’ভাইকে হত্যার জন্য দায়ি ইসরায়েলি বাহিনীর বিচার চাই-ডাক্তার রুয়া

ডাক্তার রুয়া

ডাক্তার রুয়া রিমাবী চোখের সামনে তার দুই ভাইকে ইসরায়েলি  বাহিনী কর্তৃক হত্যার বিচার চান। যারা ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ।  অধিকৃত পশ্চিম তীরে গত ২৯ নভেম্বর তাদের হত্যা করা হয়।

আলজাজিরায় ১৯ ফেব্রয়ারি ২০২৩ প্রকাশিত এক মতামত কলামে ডাক্তার রুয়া রিমাবী দু ভাইয়ের মৃত্যুর করুণ কাহিনী বর্ণনা করে বলেন, অন্যায়ভাবে তার দু ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে এসব হত্যাকারীদের বিচার হওয়া উচিত।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ