25 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিকেলে বসবে সার্চ কমিটি: চূড়ান্ত হবে ১০ নাম

বিকেলে বসবে সার্চ কমিটি: চূড়ান্ত হবে ১০ নাম


বিএনএ ডেস্ক, ঢাকা: ইসি গঠনে রাষ্ট্রপতির নিকট যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাবের জন্য বিকেলে ফের বসছে সার্চ কমিটি। আজকের বৈঠক ২০ জনের তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ জনের তালিকা থেকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব ড. সামসুল আরেফিন জানান, ১০ জনের তালিক প্রকাশের বিষয়টি চূড়ান্ত নয়। তবে সময় হলে সবকিছু জানা যাবে।

গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে পাওয়া তিন শতাধিক প্রস্তাবিত নাম গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করে সার্চ কমিটি।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ