বিএনএ ডেস্ক, ঢাকা: খুলনার তেরখাদায় যমজ শিশু হত্যার অভিযোগে মা কানিজ ফাতেমা কনাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে কানিজ ফাতেমা কনা হত্যার দায় স্বীকার করেছেন। তিনি প্রথমে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেয়ার কথাও স্বীকার করেছেন।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে মনি-মুক্তা অস্বাভাবিক কান্নাকাটি করছিল। প্রথমে কনা তাদের দুধ খাওয়ায়। এরপরও তারা থামছিল না। রাত আড়াইটার দিকে বাচ্চা দুটির মুখে চড় মারেন কনা। পরে বালিশচাপা দিয়ে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তাই নাটক সাজানোর জন্য বাচ্চা দুটিকে পুকুরে ফেলে দেন কনা।
পুলিশ জানায়, শিশুদের পুকুরে ফেলে দিয়ে ঘরের দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়েন কনা। রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশিরা জড়ো হয়ে সবাই শিশুদের খোঁজ করতে থাকেন। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে দু’জনের মরদেহ উদ্ধার স্বজনরা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কনা অসংলগ্ন কথা বলতে থাকেন। এ ঘটনায় শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বিএনএ/ এ আর