21 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বিএনএ, চট্টগ্রাম অফিস।। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিশেন আয়োজিত মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। শুক্রবার(১৯ফেব্রুয়ারি) সকালে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক আ.জ.ম. নাছির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টান ইস্পাহানী গ্রুপের জেনারেল ম্যানেজার টি ট্রেড শাহ মঈনুদ্দিন হাসান।

May be an image of 4 people and people standing

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, এহছানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, সাবেক ক্রিকেটার রঞ্জন সিংহ, মোহাম্মদ জামাল, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ইফতেখার খান শাহেনশাহ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি মনজুরুল ইসলাম মিন্টু, আজিজুল হক বুলবুল । অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

May be an image of 4 people and people standing

প্রথম দিন শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নাইনটিজ উইলো ৯ উইকেটে পরাজিত করে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে হারায়। দিনের অপর ম্যাচে চিটাগাং ইউনাইটেড ১০ উইকেটে পরাজিত করে এনএমসি বাংলাদেশকে।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ