15 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » খিলক্ষেতে স্কুল ছাদের স্টোররুমে অগ্নিকাণ্ড

খিলক্ষেতে স্কুল ছাদের স্টোররুমে অগ্নিকাণ্ড

সুবর্ণ’ ইচ্ছা শক্তির স্মারক

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের পঞ্চম তলা ভবনের ছাদে থাকা স্টোর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে।শুক্রবার(১৯ ফেব্রুয়ারী)সকাল ৭টা ২৬মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথে স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। স্টোরে ঈদগাহ মাঠের কাজে ব্যবহৃত কার্পেট, চট ইত্যাদি মালামাল রাখা ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। এছাড়া কেউ হতাহতও হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় স্কুলের গুরুত্বপূর্ণ মালামাল আগুন থেকে রক্ষা পেয়েছে।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ