ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণবিরোধী অভিযানে মোট ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা, ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রবিবার(১৯ জানুয়ারি) বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কুড়িগ্রাম ও নেত্রকোণা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দুটি মামলার মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
ঢাকার সাভারে টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ুদূষণের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি মামলার মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুন্সীগঞ্জের মুক্তারপুরে একটি সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকার রমনায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৫ জন চালককে সতর্ক করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে সিরাজগঞ্জ ও ঢাকার পল্টন, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মিরপুর ও চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে আটটি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
সাভারে চারকোল কারখানার বিরুদ্ধে অভিযানে দুটি মামলা করা হয়। দুটি কারখানা উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কুমিল্লা, গাজীপুর, নওগাঁ ও সাভারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটটি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে দুটি যানবাহনের চালককে ৪০০ টাকা জরিমানা এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সূত্রে বলা হয়েছে।
বিএনএ,এসজিএন