বিএনএ ডেস্ক : মাত্র ১২ ঘণ্টায় ১০৫৭ জনের শয্যাসঙ্গী! শুনতে অবাক লাগলেও এমনটাই নাকি করে ফেলেছেন বনি ব্লু নামের ২৬ বছরের এক যুবতী। সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছেন বনি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই একেবারে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল পাড়ায়। কেউ কেউ তো বিশ্বাসই করতে চাইছেন না! নানা জনের নানা কৌতূহল ও প্রশ্নে ভরে গেছে কমেন্ট বক্স। ভারতীয় গণমাধ্যম জি নিউজ, টিভি বাংলা নাইন, নিউজ এইটিনসহ বিশ্বের শত শত গণ মাধ্যম সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
১৯৯৯ সালে জন্ম নেওয়া এই অ্যাডাল্ট স্টার বনি ব্লু বরাবরই বিতর্ক তৈরি করে থাকেন। এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন ১২ ঘন্টায় তিনি ১০৫৭ জনের শয্যাসঙ্গী হয়েছেন। সেখানেই তিনি বলেছেন , “এক দিনে ১০০০ জনের বেশি পুরুষ! সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও লিখেছেন, “আমার হুইলচেয়ার দরকার নেই; আমি ভালো আছি। শুধু মনে হচ্ছে বেডরুমে একটা পরিশ্রমের দিন কাটালাম। ভাবুন যদি প্রথম তিন বা চার ঘণ্টায় এটা হয় তা হলে পুরো দিন কী করলাম।”
বনি ব্লু র আগে ২০০৪ সালে বড় রেকর্ড করেছিলেন লিসা স্পার্কস। তাঁর একদিনের শয্যাসঙ্গী ছিল ৯১৯ জন। এবার যদি বনির দাবি সত্যি হয় তাহলে ২০০৪ এর সেই রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন।
অ্যাডাল্ট স্টার বনি ব্লু বিয়ে করেছেন। যদিও কিছু সময়ের মধ্যে তাঁর নীল ছবিতে হাতেখড়ি। সেই যে যাত্রা শুরু আর পিছনে ফিরে তাকাননি! রীতিমতো সেলিব্রেটি! তবে তাঁর পছন্দের পুরুষের ক্ষেত্রে আবার রয়েছে নির্দিষ্ট মাপকাঠি। সকলেরই বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ২৪ ঘণ্টায় হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের ইচ্ছা প্রকাশ করে ঝড় তুলেছিলেন ব্রিটেনের পর্ন তারকা লিলি ফিলিপস। বিশেষ সেই দিনের একটি নামও ঠিক করে ফেলেছিলেন তিনি।
‘রেকর্ড ব্রেকিং ইভেন্ট অফ দ্য ইয়ার’ নামের ওই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী পুরুষদের ই-মেইলে আবেদনের কথাও বলেছিলেন। যা নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল। এবার বনির দাবি ঘিরে জোর শোরগোল পড়ে গেছে বিশ্বব্যাপি।
শামীমা চৌধুরী শাম্মী