32 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে আট্ক ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় বর্হিনোঙ্গর এলাকায় বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। তারা সবাই কুখ্যাত ডাকাত গডফাদার লিটন গ্রুপের সদস্য বলে তারা স্বীকার করে। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৯ জানুয়ারি) ভোর রাতে সাংগু নদীর মোহনায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা হলো মোঃ লিটন (৩৮), মোঃ হাসেম (৪৫), মোঃ মিন্টু (৩৮) এবং মোঃ কায়সার (৩৮)।

কোষ্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব জানান, সাগরে অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গরে সাংগু নদীর মোহনায় সন্দেহভাজন একটি বোটকে ধাওয়া করে আটক করা হয়। বোটটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,আনোয়ারা থানাধীন ছিবাতলী ঘাট হতে বোট যোগে ডাকাতির উদ্দেশ্যে সাগরে যাওয়া চারজনকে আটক করা হয়। ‘ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ