বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে ওয়াশিংটনের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই নারী। এবারের কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ। ২০১৭ সালে ট্রাম্পের বিরুদ্ধে করা কর্মসূচীর নাম ছিল উইমেন’স মার্চ। বিক্ষোভকারীদের অনেকে গোলাপি টুপি পরেছেন। ২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতাগ্রহণের সময় এই রঙের টুপি পরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন।
ট্রাম্প শনিবার ওয়াশিংটন ডিসিতে এসেছেন। তার শপথ গ্রহণ উপলক্ষ্যে ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে আতশবাজি সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সিঁড়িতে শপথ নেবেন ট্রাম্প। এরপর হোয়াইট হাউসের উদ্দেশ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
বিবিসি জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিবাদকারীরা। এছাড়া নিউইয়র্ক ও সিয়াটলেও ট্রাম্প বিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে বলে জানা গেছে। তবে ওয়াশিংটন ডিসিতে শনিবারের এই পিপল’স মার্চের অংশগ্রহণকারীর সংখ্যা আগের চেয়ে কম। আয়োজকরা ৫০ হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও জমায়েত হয় পাঁচ হাজারের মতো।
ব্রুক নামের একজন প্রতিবাদকারী বলছেন, তিনি গর্ভপাতের সুযোগের বিষয়ে তার সমর্থন জানাতে এসেছেন। যেভাবে দেশে ভোট হয়েছে তাতে আমি খুশী নই। আমি অত্যন্ত দু:খিত যে আমাদের দেশ এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়েছে যিনি ইতিমধ্যেই একবার ব্যর্থ হয়েছেন এবং আমরা একজন নারী প্রার্থীকে মনোনীত করিনি।
জানা যায়, ট্রাম্পবিরোধীরা ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন এলাকায় প্রতিবাদের পাশাপাশি আগামীকাল সোমবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে তিন শতাধিক মিছিলের পরিকল্পনা করেছেন।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী