23 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরীতে হযরত চাঁন্দ বক্স শাহ (রা.) মাজারের দান বাক্স চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের দল দানবাক্সটি ভেঙে টাকা-পয়সা নিয়ে মাজারের অদূরে একটি শুকনো বিলে ফেলে গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মাজারের ভক্তরা দানবাক্স চুরির বিষয়টি জানতে পারেন। পরে বিলের মাঝে খালি দানবাক্স দেখতে পান বলে জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক।

কমিটির সভাপতি মো. আব্দুল আউয়াল বলেন, মাজারের উন্নয়নমূলক কাজ চলমান থাকায় সবকিছু খোলামেলা অবস্থায় ছিল। এই সুযোগে চোরেরা দানবাক্সটি চুরি করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অর্থ সম্পাদক মো. জাবেদ বলেন, একমাস আগে সর্বশেষ দানবাক্সটি খোলা হয়েছিল। চোরের দল গত বৃহস্পতিবার রাত ১২ টার পর দানবাক্স চুরি করেছে বলে ধারণা করছি।

প্রসঙ্গত, গত বুধবার একই এলাকার হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে মসজিদ পরিচালনা কমিটি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ