29 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু   

কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু   


বিএনএ, রাঙামাটি : হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে বাপ্পি নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার(১৯ জানুয়ারি ) দুপুরে কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোহাম্মদ বাপ্পি (৩২)। সে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার শওকত আকবরের ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জেটিঘাট এলাকায় বড়শি নিয়ে মাছ ধরে গেলে বাপ্পি লেকের পানিতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল বিকালে তার মৃতদেহ উদ্ধার করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কাপ্তাই লেকে একজন ডুবে যাওয়ার খবর পেয়ে আমি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌ-ডুবুরি দলকে খবর দেই। পরে কাপ্তাই নৌবাহিনীর লেঃ কমান্ডার সাফর উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ১০ সদস্যের নৌ-ডুবুরী দল এসে তার মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ