26 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু

U19 World Cup 2024,ICC-Under-19-Cricket-World-

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শুক্রবার(১৯ জানুয়ারি ২০২৪) শুরু হল অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ(ICC Under-19 Cricket World Cup, 2024)। এই মেগা আসরে অংশগ্রহণ করছে মোট ১৬টি দল। চার গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। টুর্ণামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১টি।

দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।

‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।সূচি অনুসারে দ্বিতীয় দিনেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।

টূর্ণামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করছে ওয়েস্টইন্ডিজ।

দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র।

ফিক্সচার ও খেলার ফলাফল দেখতে ক্লিক করুন এখানে।

বাংলাদেশ দলে যারা আছে: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

আরও পড়ুন : আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কখন

কোথায় দেখবেন (Where to watch):

the ICC U19 Men’s Cricket World Cup 2024 at ICC.tv

দক্ষিণ আফ্রিকার U19 বিশ্বকাপ 2024 টুর্নামেন্টটি ICC.tv তে সরাসরি এবং একাধিক ভাষায় সম্প্রচার করা হবে

বিএনএ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ