বিএনএ, চট্টগ্রাম : ৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সরদার ডানু রিপনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর চারটার দিকে ফেনী মডেল থানাধীন দক্ষিণ চাড়িপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
এসময় তার কাছ থেকে নগদ ৯০ হাজার ৫৭০ টাকাসহ লুন্ঠিত স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপনের পিতার নাম রুহুল আমিন। তার বাড়ি লক্ষীপুর সদরের পশ্চিম লক্ষীপুরে।
র্যাব জানায়, গত ১১ জানুয়ারি রিপনের নেতৃত্বে ৬/৭ জনের মুখোশধারী আইনের লোক পরিচয় দিয়ে চাঁদপুরের একটি বাসায় প্রবেশ করে। এসময় তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় মাজুদা বেগম বাদী হয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ ১১ জানুয়ারি ২০২৪, জিআর নং ১১/২০২৪ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৯৬০।
ওই মামলার প্রেক্ষিতে র্যাব রিপনকে গ্রেপ্তার করে। তাকে লক্ষীপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা