24 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে নতুন ভবনের কেবিনে অগ্নিকাণ্ড

ঢামেকে নতুন ভবনের কেবিনে অগ্নিকাণ্ড


বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ২ এর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল -২ এর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে আগুন ভয়াবহ নয় বলে জানান তিনি।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হলো বৈদ্যুৎতিক লাইটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে রোগীরা ভয়ে আতংকিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করেছে।কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ওই ভবনের কর্তব্যরত ওয়ার্ড মাষ্টার রিয়াজউদ্দীন জানান, হঠাৎ করে লাইট ফেটে আগুন ধরে যায়। তবে কোন সমস্যা হয়নি। আগুন নিভানো  হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ