22 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন


বিএনএ, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেয়াদ উর্ত্তীণ দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দেওয়ানগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানবন্ধন করেছেন ইউনিয়নবাসী। এসময় আন্দোলনকারীরা মেয়াদ উর্ত্তীণ দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবি করেন।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ কারণে নির্বাচন কমিশন ৫ম ধাপে নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তফশিল অনুযায়ি আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একই সাথে মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরাও মনোনয়ন তফশিল অনুয়ায়ি মনোনয়ন পত্র জমা দেন। বাছাই ও প্রতীকও বরাদ্ধ দেওয়া হয়। ওই অবস্থায় বর্তমান চেয়ারম্যান সামিউল হকের পক্ষে ৮ জন মেম্বার বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। নদী ভাঙ্গনের কারণ দেখিয়ে মামলা দাযের করায় ৩ মাসের জন্য র্নিবাচন স্থগিতের আদেশ দেন বিজ্ঞ আদালত। উচ্চ আদালতে স্থগিতের আদেশ বাতিলের আপিল করেন বাদী পক্ষ। এতে ঝুলে যায় দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মামলা সংক্রান্ত জটিলতার কারণে ঘোষিত তফশিল অনুযায়ি নির্বাচন না হওয়ায় নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা নানা বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছেন প্রার্থীরা। তাই দেওয়ানগঞ্জ উপজেলার মেয়াদ উর্ত্তীণ দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের ভোটাররা। মানববন্ধনে আন্দোলনকারীরা মেয়াদ উর্ত্তীণ দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবি করেন।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ