25 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বকশীগঞ্জে জন্ম নিবন্ধন করলেই কর মওকুফ

বকশীগঞ্জে জন্ম নিবন্ধন করলেই কর মওকুফ


বিএনএ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই এক বছরের পৌরকর মওকুফের ঘোষনা দিয়েছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বুধবার (১৯ জানুয়ারি) বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর  এ তথ্য জানান।

তিনি জানান, শিশু জন্ম নিবন্ধন উৎসাহিত করার জন্য বকশীগঞ্জ পৌরসভা নিবন্ধনকারী পরিবারের এক বছরের পৌর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সাল থেকে শুরু হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই সুবিধা ভোগ করতে পারবে বকশীগঞ্জ পৌরবাসী। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই বকশীগঞ্জ পৌরসভার বাসিন্দা হিসেবে প্রতিটি পরিবার ওই সুবিধা পাবেন। তবে শিশু জন্মের ৪৫ দিন পরে জন্ম নিবন্ধন করলে নিবন্ধদিত শিশুর পরিবার পৌরকর মওকুফের আওতায় আসবে না।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ