বিএনএ, ঢাকা : ধেঁয়ে আসছে বৃষ্টিবলয় পরশ২। এটি একটি মাঝারি শক্তিসম্পন্ন ক্রান্তীয় পূর্নাঙ্গ বৃষ্টিবলয়। আবহাওয়া অফিস এ পূর্ভাবাস দিয়েছে।
২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হতে পারে।
২০ জানুয়ারি শুধুমাত্র দেশের উত্তর অঞ্চলের কিছু এলাকায় সামান্য বৃষ্টি ঘটাতে পারে।
মূলত ২০ জানুয়ারি দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘলা থাকতে পারে। ২১ ও ২২ জানুয়ারি দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘলা থাকতে পারে ও কয়েকটি স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে ২৩ ও ২৪ জানুয়ারি পরশ২ সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। ও ২৫ জানুয়ারি দুপুরের পর হতে দেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
বিএনএনিউজ/এইচ.এম।