24 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » যারা করোনা টিকা এড়িয়ে চলবেন

যারা করোনা টিকা এড়িয়ে চলবেন

চট্টগ্রামে আসছে আরও ৯ হাজার টিকা

বিএনএ, ঢাকা : ভারতে করোনা টিকা দেয়ার পর ৪০০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন অবস্থায় এই পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা প্রকাশ করেছে ভারত বায়োটেক।

তালিকায় বলা হয়েছে, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের কোভ্যাকসিন এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারী, যারা শিশুদের স্তন্যপান করান তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও কোভ্যাকসিন নেওয়া নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভারত বায়োটেক।

উল্লেখ্য, ভারত সরকার বাংলাদেশে ২০ লাখ করোনা টিকা উপহার হিসেবে দিচ্ছে। বৃহস্পতিবার টিকাগুলো বাংলাদেশে আসছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ