16 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রোমাঞ্চকর টেস্টে ভারতের কাছে অজিদের হার

রোমাঞ্চকর টেস্টে ভারতের কাছে অজিদের হার

রোমাঞ্চকর টেস্টে ভারতের কাছে অজিদের হার

বিএনএ,ক্রীড়া ডেস্ক:ব্রিসবেনে রোমাঞ্চকর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। পঞ্চম দিনে ৩২৮ রানের টার্গেটে ব্যাট করে  স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো তারা।সেইসঙ্গে ৩২ বছর পর ব্রিসবেনে টেস্ট হারলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

ড্র’য়ের দিকে এগিয়ে চলা ম্যাচ শেষ ঘণ্টায় পুরোপুরি ঘুরে গেল। উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে অনবদ্য এবং ঐতিহাসিক টেস্ট জিতে গেলো ভারত।

আগের দিনের বিনা উইকেটে ৪ রান নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। গিল ৯১ ও রাহানে ২৪ রান করে আউট হন। এরপর ঋষভ পন্তকে নিয়ে সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন চেতেশ্বর পূজারা। ৫৬ রানে পূজারা আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পন্ত। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। ৮৯ রানে অপরাজিত থাকেন উইকেট-রক্ষক ব্যাটসম্যান পন্ত।আর সিরিজ সেরা হয়েছেন প্যাট কামিন্স। সেইসঙ্গে গ্যাবায় টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো অস্ট্রেলিয়ার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ৩৬৯ ও ২৯৪

ভারত ৩৩৬ ও ৩২৯/৭ (লক্ষ্য ৩২৮)

ফল-ভারত তিন উইকেটে জয়ী

উল্লেখ্য,১৯৮৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া ব্রিসবেনে কোনও টেস্ট হারেনি। আর ভারতও এর আগে কখনও গ্যাবায় টেস্ট জেতেনি। কিন্তু দু’টি বাস্তবতাই বদলে দিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। গ্যাবার অজি দুর্গ বিধ্বস্ত করে টেস্ট সিরিজ জিতল ভারত। শেষ হল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সাফল্যের অধ্যায়। এই মাঠে নতুন করে ইতিহাস লিখল ভারত।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ