28 C
আবহাওয়া
৯:৫৯ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » নাইকো দুর্নীতি:খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ১ ফেব্রুয়ারি

নাইকো দুর্নীতি:খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ১ ফেব্রুয়ারি

হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিএনএ, আদালত প্রতিবেদক : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ বিচারক শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য,কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

বিএনএ নিউজ/এসবি, জেবি

Loading


শিরোনাম বিএনএ
শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নির্বাচন পদ্ধতি অনিশ্চিত: ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না! জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট