17 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » এসবিপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

এসবিপ্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি হলো ৭ উপপুলিশ মহাপরিদর্শক

বিএনএ, ঢাকা : বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান রফিকুল ইসলামসহ বাহিনীর ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

উপসচিব আবু সাঈদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ