21 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে উচ্ছিষ্ট খাবারের ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

চট্টগ্রামে উচ্ছিষ্ট খাবারের ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

চট্টগ্রামে উচ্ছিষ্ট খাবারের ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দীন নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপোর টিসি কলোনি এলাকায় তাকে ছুরিকাঘাতে খুন করা হয়।

পুলিশ বলছে, আবর্জনার ভাগাড় থেকে ভাত, রুটিসহ খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসিম উদ্দীন। পরে এই খাবার বিক্রি করতেন বিভিন্ন মাছের খামারে। উচ্ছিষ্ট খাবার সংগ্রহ ও বিক্রির এই ব্যবসার বিরোধ থেকেই খুনের সূত্রপাত।

জসিম উদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের ভাগাড় থেকে খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে ভাতিজা জসিমের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বশির উদ্দীনের দাবি, তার ভাতিজা জসিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রাজনীতি করতেন।

বন্দর থানার ওসি কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/ বিএম/এইচম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ