28 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - এপ্রিল ১২, ২০২৫
Bnanews24.com
Home » রামপুরায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামপুরায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরার ডিআইটি রোডের মিয়া গার্মেন্টসের একটি কক্ষ থেকে  শিউলি আক্তার (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

বুধবার(১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন জানান, আমরা খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৪৭৫/ই নাম্বার ডি আই টি রোড মালিবাগস্হ চতুর্থতলার  মিয়া গার্মেন্টসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান,আমার বোন প্রায় ২৫ বছর যাবত পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো  এবং তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে মিয়া গার্মেন্টস নামের একটি গার্মেন্টসে পার্টনারশিপ হিসেবে কাজ করে। আমার বোনের সঙ্গে টাকা পয়সা নিয়ে তুহিনের মধ্যে অনেক দিন ধরেই দ্বন্দ্ব হয়ে আসছিল। গতকাল রাতে আমার বোনকে ওই গার্মেন্টসে ডেকে নিয়ে যায় তুহিন। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বোনকে মারধর করে বলে আমরা জানতে পেরেছি ।পরে আমার বোন মারা গেলে ওই ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাংলা- বাজার কাঠালবাড়ি এলাকায় । নিহতের বাবার নাম মোহাম্মদ খিদির ব্যাপারী। বর্তমানে মালিবাগ মামুন মসজিদের পশ্চিম পাশে বউবাজারে এলাকায় ভাড়া বাসায় স্বামী ইকবালের সঙ্গে থাকতেন। নিহতের দুই সন্তান রয়েছে। দুই ভাই সাত বোনের মধ্যে সে ছিল চতুর্থ।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ