বিএনএ ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েস্টি সিরিজ জয় করলো বাংলাদেশ। ১২৯ রানের স্বল্প পূঁজি নিয়েও টাইগার বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে ২৭ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানে জয় পেয়েছিল টাইগাররা।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান। জবাবে ১০২ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ১৮.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংস। শেষ উইকেটে শেষ দুই ওভারে জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ৩২ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে তাসকিন আহমেদ শেষ উইকেটটি তুলে নিলে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ক্যারিবিয়ানদের ১০২ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মাহাদী হাসান, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন। বাকি একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
ম্যাচ সেরা হয়েছে শেষ দিকে ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলা শামীম পাটোয়ারী। মূলত শামীমের এ ইনিংসে ভর করেই বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৩৫ রানে।
এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের সিরিজ জয়। আর দেশের বাহিরে ২০২২ সালের পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।
বিএনএনিউজ / আরএস/শাম্মী