18 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সুজানার রহস্যজনক মৃত্যু!

সুজানার রহস্যজনক মৃত্যু!

শিক্ষার্থী সুজানা

ঢাকা:  ভাষানটেক সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুজানার রহস্যজনক মৃত্যু ঘটেছে। বান্ধবির বাসায় যাবার কথা বলে বাসা থেকে বের হবার পর নিখোঁজ ছিল সে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত তরুণীর পরিচয় মিলেছে। তার নাম সুজানা। সে রাজধানীর ভাষানটেক সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। সে ভাষানটেক সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীর পরিবারের লোকজন থানায় এসে সনাক্ত করেন এটা শিক্ষার্থী সুজানার মৃতদেহ।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নস্বর সেক্টরে কাঞ্চন- কুড়িলবিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে পুলিশ এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আরো জানান, শিক্ষার্থী সুজানা সোমবার রাত ৯ টার দিকে তার এক বান্ধবীর বাড়ীতে যাবার কথা বলে বাসা থেকে বের হয়। তার সাথে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী কাব্য ছিল। কাব্যকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবী।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ