বিএনএ, ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলের একটি বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উমা চক্রবর্তী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত দশটার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এইচ ডি ইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য চারজনের অবস্থা আশঙ্কার জনক হওয়ায় তারা ভর্তি ছিল। রাতের দিকে উমা চক্রবর্তী ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে বীনা রানী চক্রবর্তী ৮৫ শতাংশ দগ্ধ,দেবা চক্রবর্তী ১৬ শতাংশ দগ্ধ ও পিনাক চক্রবর্তী ২৪ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের বার্নে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজ জনক বলে জানিয়েছেন তিনি।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আত্মীয় রিপন জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকার নিজেদের চারতলা বাসার নিচ তলায় রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লাইনে লিকেজ থেকে হঠাৎ সকাল নয়টার দিকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। জরুরি বিভাগের চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি চারজনকে ভর্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে রাতের দিকে উমা চক্রবর্তী নামে একজন মারা গেছেন।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।