26 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফা কামাল মুন্সিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফা কামাল উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটি দুর্গম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ