বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়াউর রহমান বেনাপোল বড়আঁচড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকেলযোগে মাদক বিক্রির উদ্দেশ্যে বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা আমড়াখালী চেকপোস্টের সামনে টহল জোরদার করে। পরে চেকপোস্টের সামনে থেকে শার্শা থেকে বেনাপোলগামী এক মোটরসাইকেল চালককে সন্দেহ হলে গতিরোধ করে তল্লাশি করলে চালকের প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো বলে স্বীকার করেন বলে জানান বিজিবি।
যশোর (৪৯) বিজিবির নায়েব সুবেদার ফয়জুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম