বিএনএ, রাঙামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি (২৯৯) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণ বিধিমালা পালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ ডিসেম্বর)দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে অংশ নেয়া তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা প্রতীক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে সোনালী আঁশ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে কে ‘ছড়ি’ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৯৯ সংসদীয় আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (শনিবার) পর্যন্ত দু’জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। জাতীয় পার্টির প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর এবং শুক্রবার স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি