17 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিপাইনে টাইফুনে মৃত্যু বেড়ে ২১

ফিলিপাইনে টাইফুনে মৃত্যু বেড়ে ২১

ফিলিপাইনে টাইফুনে মৃত্যু বেড়ে ২১

বিএনএ, বিশ্বডেস্ক: ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’য়ের আঘাতে এ পর্যন্ত অন্তত ২১ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। টাইফুনের আঘাতে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ।

জানা গেছে, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। দ্বীপটির কিছু অংশে বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন রয়েছে। ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্দ রাখা হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের প্যাগাসা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে টাইফুন ‘রাই’ সুরিগাও ডেল নর্টির সিয়ারা গাও দ্বীপে প্রথম আঘাত হানে। এতে অনেক স্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। থাম ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনেক বাড়িঘরের ছাদ উড়ে গেছে।

ফিলিপাইনের আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আলবার্তো বোকানিগ্রা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘কার্যত এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি।’

উল্লেখ, চলতি বছর ফিলিপিন্সে আঘাত হানা ১৫তম টাইফুন রাইয়ের কারণে দেশটির বেশ কয়েকটি বন্দর অচল হয়ে পড়ে, বাতিল হয় শতাধিক ফ্লাইট। কর্তৃপক্ষকে বিভিন্ন অঞ্চলে গণটিকাদান কর্মসূচিও স্থগিত রাখতে হয়।

ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী ঝড় হয়। বছরে গড়ে ২০ টি ঝড় দেশটিতে আঘাত হানে। গতবছর নভেম্বরেও আরেক সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি দেখেছিল ফিলিপিন্স।২০১৩ সালে টাইফুন হাইয়ানে দেশটিতে নিহত হয়েছিল ৬ হাজারেরও বেশি মানুষ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ