22 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ

বিএনএ, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কালকিনির সমিতিরহাটে আপাং কাজীর গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।আহতদের বরিশাল ও শরিয়তপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে কবির খানের লোকজন আপাং কাজীর লোকদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। তারা অন্তত অর্ধশত হাত বোমার বিস্ফোরণ ঘটায়। আহত হয় ২০ জন। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে এখনো সঠিক সংখ্যাটি জানা যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ