25 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেভানদোভস্কি

মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেভানদোভস্কি

মুলার

বিএনএ স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের জার্সিতে চলতি বছরে ৪৩তম গোল পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এক বর্ষপঞ্জিতে বুন্দেসলিগায় সর্বেোচ্চ গোলে পোলিশ স্ট্রাইকার ভেঙে দিয়েছেন জার্ড মুলারের রেকর্ড।

১৯৭২ সালে বায়ার্নের জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন সাবেক জার্মান স্ট্রাইকার। আগের ম্যাচে স্টুটগার্ডের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে বাভারিয়ানদের হয়েই সেই রেকর্ডে ভাগ বসান লেভা। ৪২ গোল নিয়ে পোলিশ তারকা বসেন মুলারের পাশে।

এবার ভলসবুর্গের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভলি থেকে গোল করে রেকর্ডটি নিজের করে নেন লেভা। বছর শেষ হওয়ার আগে ঘরের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও পেল ৪-০ গোলের জয়।

সেই সঙ্গে লিগে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটাও ধরে রাখল বাভারিয়ানরা। যেখানে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯।

ভলসবুর্গের বিপক্ষে ম্যাচটি ছিল জার্মানির শীর্ষ লিগে টমাস মুলারের ৪০০ তম। মাইলফলকে পা গড়ার ম্যাচে ৭ম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন তিনি। আরেক গোলে অ্যাসিস্টও করেন মুলার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ