17 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে দুই দোকান আগুনে পুড়ে ছাই

কর্ণফুলীতে দুই দোকান আগুনে পুড়ে ছাই

কর্ণফুলীতে দুই দোকান আগুনে পুড়ে ছাই

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি কুলিং কর্ণারের দোকান ও আরেকটি হার্ডওয়্যার দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দোকান দুটি দুই আপন ভাইয়ের বলে জানা যায়, এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাহ ছমিউদ্দিন মাজারের পাশে দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন-চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ঘটনাস্থল এলাকার এবাদুল হকের ছেলে মো. শাহজাহান (৪২) এবং তার ভাই মো. সাইফুল (৩৫)।

এলাকাবাসী জানান, হঠাৎ আগুন দেখে সবাই দৌড়াদৌড়ি শুরু করি আগুন নিভানোর জন্য, পরে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, আগুন লাগা ভবনের নিচ তলায় শাহাজাহান ও সাইফুজ্জামানের দুই ভাইয়ের দুইটি দোকান ছিল। রাতে আগুন লেগে তাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

কর্ণফুলী ফায়ার সার্ভিস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনলে দুটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার